স্বাগত itproductzone.com এ!
এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলীর সঙ্গে একমত হচ্ছেন। যদি আপনি এই নিয়মগুলোর সঙ্গে একমত না হন, তবে অনুগ্রহ করে ওয়েবসাইটটি ব্যবহার করবেন না।
১. প্রোডাক্টের ধরন
আমরা শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট (যেমন ই-বুক, কোর্স, ফাইল, টেমপ্লেট ইত্যাদি) বিক্রি করি। সকল প্রোডাক্ট ইনস্ট্যান্ট ইমেইল ডেলিভারি-এর মাধ্যমে প্রদান করা হয়।
২. পেমেন্ট
সকল পেমেন্ট আমাদের অনুমোদিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রোডাক্টের ডাউনলোড লিংক বা অ্যাক্সেস ইমেইলে পাঠানো হবে।
৩. কপিরাইট ও ব্যবহার নীতি
ক্রয়কৃত প্রোডাক্ট শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য।
আপনি এগুলো পুনর্বিক্রি, শেয়ার বা বিতরণ করতে পারবেন না।
যদি কপিরাইট লঙ্ঘন পাওয়া যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
৪. ডেলিভারি:
• যেহেতু আমাদের ডিজিটাল প্রোডাক্ট , সেহেতু আমাদের সকল প্রোডাক্ট ডেলিভারি হয় ইমেইল, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে।
এই ক্ষেত্রে আলাদা কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়।
• যে মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করা হবে (ইমেইল, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ) সেখানকার সঠিক এড্রেস নির্ভুলভাবে নিজ দায়িত্বে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
যদি ভুল ইমেইল দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে।
• প্রোডাক্ট ডেলিভারি সময়- সর্বনিম্ন ১ মিনিট থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। এই ক্ষেত্রে প্রোডাক্ট অর্ডার করার পূর্বে ডেলিভারি সময় সম্পর্কে জেনেই অর্ডার করবেন।
৫.অর্ডার ক্যানসেল কিংবা রিপ্লেসম্যান্ট:
• অর্ডার করার পর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট It Product Zone দিতে ব্যর্থ হলেই কেবল অর্ডার বাতিল করতে পারবেন। আবার বলছিঃ~কেবলমাত্র ডেলিভারি দিতে ব্যর্থ হলেই বাতিল করতে পারবেন, অন্যথায় পারবেন না।
• আপনি চাইলে রিপ্লেসম্যান্ট হিসেবে বিকল্প প্রোডাক্ট কিংবা পেমেন্ট রিফান্ড নিতে পারবেন। বিকল্প কোনো প্রোডাক্ট নেয়ার ক্ষেত্রে পূর্বের অর্ডারকৃত প্রোডাক্ট এর মূল্য অনুযায়ীই কেবল অর্ডার করতে পারবেন।
৬. ওয়েবসাইট ব্যবহারের সীমাবদ্ধতা
আপনি সাইটে কোনও অনৈতিক, বেআইনি বা ক্ষতিকর কাজ করতে পারবেন না।
আমরা আমাদের সার্ভিস যে কোনও সময় পরিবর্তন বা বন্ধ করার অধিকার রাখি।
৭. যোগাযোগ
যেকোনও প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন: 📧 Email: support@itproductzone.com














